Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অনলাইন জুয়া পরিচালনা  বোর্ডের এজেন্ট আটক

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৪৪:৫৯ পিএম

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ অনলাইনে জুয়া ওয়ান এক্স বেট পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের এক এজেন্টকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, এলাকার সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন অনলাইনে জুয়া পরিচালনা করার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছিল। শনিবার রাতে পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের আছাদুল ইসলামের ছেলে আবির হোসেন (২০) ওয়ান এক্স বেট অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় প্রলুব্ধ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ই-ট্রানজেকশন লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। পাইকগাছার থানার উপ পুলিশ পরিদর্শক বাবলা সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর সদরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, গ্রেফতার আবিরের কাছ থেকে মোবাইলে অন এক্স বেট খেলার তথ্য পাওয়া যায়। সে মূলত অনলাইন জোয়ার মাস্টার এজেন্ট।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)