নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : অবশেষে মহেশপুর পৌরসভার ৪ হাজার ৮৬৮ মিটার ড্রেন, ২ হাজার ৭৯০ মিটার রাস্তা ও ১৬০ মিটার প্যালাসাইডিং কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এ কাজের উদ্বোধন করেন মহেশপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। কাজের প্রাক্কলিত মূল্য ২২ কোটি ৯ লাখ টাকা। যার চুক্তি মূল্য ১৮ কোটি ৭৩ লাখ টাকা। এ কাজের অর্থায়ন করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।
পৌরসভার কলেজ বাসস্ট্যান্ডে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী সোহেল রানা, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প ইঞ্জিনিয়ার এস এম রাসেদুজ্জামান, মহেশপুর বণিক কল্যাণ সমিতির সভাপতি মোমিন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।