কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভাগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলি বাবু, আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা আহম্মদ আলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার হুমায়ূন কবির, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, বিশাখা সাহা, সাঈদ আলি গাজী, হিজলদি বিজিবি ক্যাম্পের কমান্ডার মো. সেলিম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, দেলোয়ার হোসেন, সানবিম করিম সিয়াম প্রমুখ।