প্রেসবিজ্ঞপ্তি: ‘ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। যবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো ক্রিকেট বলে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাসিম রেজা, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, বীরপ্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোছা. আফরোজা খাতুন, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দিন মনির, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. শফি আহমেদ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান, মোঃ রায়হান রাকিব, বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল ওয়াহেদ।