Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে চ্যাম্পিয়ন ক্লেমন আছিয়া

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৪১:৫৫ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক : টুর্নামেন্টের ‘খ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট ও উপশহর ক্রিকেট একাডেমি। সোমবার ছিলো গ্রুপ সেরা হওয়ার লড়াই। সেখানে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হলো উপশহর ক্রিকেট একাডেমি। সোমবার যশোরে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ খেলা হয়েছে। আজ মঙ্গলবার শুরু হবে টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট ২৯ রানের ব্যবধানে পরাজিত করে উপশহর ক্রিকেট একাডেমিকে। ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট টসে হেরে প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। এ রানের মধ্যে সাঈদ আনোয়ার ৩২, আদ্রিব জামান বর্ণ ১৮, হৃদয় মোল্লা ও সাদমান খান উভয়ে ১৪ , নাইমুুর রহমান ১০ এবং আদনান সামি হৃদয় অপরাজিত ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১০ রান। উপশহর ক্রিকেট একাডেমির নিলয় ৩০ রানে একাই নেন ৪ টি উইকেট। জবাবে, ১৯ ওভার ৪ বলে ১০০ রানে গুটিয়ে যায় উপশহর ক্রিকেট একাডেমির দলীয় ইনিংস। তাদের জুবায়ের অপরাজিত ২৮, মামুন ১৫, মিকাইল ও রয়েল উভয়ে ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১০ রান। ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের আশিকুল ইসলাম নিলয় ১৪ রানে পান ৩ টি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের আশিকুল ইসলাম নিলয়। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর শাখার এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)