খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত আন্তঃডিসিপ্লিন শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে ট্রফি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতির গুণাবলি অর্জিত হয়। এ ধরনের টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ট্রফি উন্মোচনকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপপরিচালক এস এম জাকির হোসেন, ক্রিকেট এসোসিয়েশনের আহ্বায়ক, সেমিফাইনালে উন্নীত হওয়া চারটি দলের অধিনায়কসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।