শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় উপজেলার হাট শ্রীকোল গ্রামে বিধবা ভানু বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার হাট শ্রীকোল গ্রামের ভানু শেখের গোয়ালঘরে আগুন লাগে। এ সময় গোয়াল ঘরে থাকা দু’টি গরু আগুনে পুড়ে মারা যায়। গরু দু’টির গলায় লোহার শিকল থাকায় আগুন লাগার পর তারা গোয়ালঘর থেকে বের হওয়ার চেষ্টা করে বের হতে পারেনি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার খোন্দকার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।