কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি অ্যাডহক কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন। সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক বদরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচিতি সভায় অভিভাবক সদস্য শরিফুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি আমজাদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমান (মেম্বার), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ (মেম্বার), সহসভাপতি প্রভাষক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের আহব্বায়ক মফিজুল ইসলাম রানা, সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, কৃষকদলের সদস্যসচিব সুজন, সহকারী শিক্ষক আব্দুল গনি, আমজাদ হোসেন, লিটন, সুনিল, হাকিম প্রমুখ।