কলারোয়া প্রতিনিধি: আজ ২৯ এপ্রিল সাতক্ষীরার কলারোয়া পালপাড়া গণহত্যা দিবস। অন্যান্য বছর ২৮ এপ্রিল হলেও বাংলাবর্ষ অনুযায়ী এবছর ১৬ বৈশাখে (২৯ এপ্রিল) দিবসটি পালন করা হবে। একাত্তরের বেদনাবহ এই দিনে কলারোয়ার মানুষের স্মৃতিপটে নতুন করে ভেসে ওঠে পাকবাহিনীর ভয়াল, বীভৎস ও নির্মম এক হত্যাযজ্ঞের কথা। স্বাধীনতা অর্জনের ৫৪ তম বছরে এসেও মুক্তিকামী মানুষ ভুলতে পারেন না কলারোয়ার উত্তর মুরারিকাটি কুমারপাড়ার সেই ভয়াল হত্যাযজ্ঞের কথা। কলারোয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসে পালপাড়ার কুমার সম্প্রদায়ের শহিদ ৯ মুক্তিকামী কুম্ভকারের আত্মত্যাগের কথা চিরদিন অম্লান থাকবে। বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে কুমারপাড়ার স্বজনহারা মানুষ এ দিনটি শোকাবহচিত্তে স্মরণ করেন।
প্রতি বছর এদিন উপলক্ষে শহিদদের সন্তান, স্বজন ও সতীর্থরা বিদেহী আত্মার মঙ্গল কামনা করে এখানে পালন করেন বিভিন্ন মঙ্গলাচার ও নাম সংকীত্তর্ন অনুষ্ঠান। উদযাপন কমিটির প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, শোকাবহ এ দিবস উপলক্ষে কলারোয়ার উত্তর মুরারিকাটি পালপাড়া শহিদ স্মৃতি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভক্তবৃন্দ সম্মিলিতভাবে ৪ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শুভ অধিবাস আরম্ভ, শহিদ সমাধিস্থলে মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্বালন ৩০ এপ্রিল ও ১ মে, বুধ ও বৃহস্পতিবার ১৬ প্রহরব্যাপী অখণ্ড মহানাম সংকীত্তর্ন। সবশেষে ২ মে, শুক্রবার ভোগ মহোৎসব।