Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর নগর বিএনপির ফুটবল উৎসবে চতুর্থ খেলায় জয় ৯ নম্বর ওয়ার্ডের

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৪৭:১৮ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর নগর বিএনপির আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব-১৪৩২ এর চতুর্থ খেলায় জয় লাভ করেছে ৯ নম্বর ওয়ার্ড। সোমবার যশোর টিচার ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণকার খেলায় ট্রাইব্রেকারে ৭ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটি শুরু হয়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের খেলোয়াড়রা গোলের জন্য মরিরা হয়ে যান। তবে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য থেকে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। যে কারণে খেলাটি গোল শূণ্য অবস্থায় অমিমাংসীতভাবে শেষ হয়। খেলার ফলাফল নির্ধারণী গড়ায় টাইব্রেকারে। গোল রক্ষক রাজুর নৈপূণ্যে ৯ নম্বর ওয়ার্ড টাইব্রেকারে ৫-৪ গোলে জয় লাভ করে। দলের জয়ের নায়ক বনে যাওয়া রাজু সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলায় ৭ নম্বর ওয়ার্ডের হয়ে মাঠে নামেন সাঈদ, জাহাঙ্গীর, কামরুল, সাগর সাত্তার, জীবন, তুষার, আশরাফ, রতন, আব্দুর রহমান, শান্ত ও রানা মীর। এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের হয়ে মাঠে নামেন রাজু, আতিয়ার, সাগর, জিহাদ, রাকিব, তরিকুল, সানি, নজু, বর্ষণ, সাদিক ও বাবুল। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই দলের অংশগ্রহণকারী পুরস্কার ও খেলার সেরা খেলোয়াড় রাজুর হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু,  নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সহ-সভাপতি শামীম হোসেন বাদল, টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)