Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒* প্রতিদিন সাক্ষ্য গ্রহণ চলবে

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্য গ্রহণ

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৩৮:০২ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রোববার ৩৭ জনের মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।  এরা হচ্ছেন আছিয়ার মা আয়েশা খাতুন, অভিযুক্ত হিটু শেখের প্রতিবেশী জলি খাতুন, ভ্যানচালক রুবেল।  প্রতিদিন সাক্ষ্য গ্রহণ চলবে। এ কারণে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ।

মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান’র আদালতে রোববার সকালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ।

অভিযুক্ত হিটু শেখ ইতোপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও রোববার আদালতে সে সহ সকল আসামি নিজেদের নির্দোষ দাবি করায় লিগ্যাগ এইডের মাধ্যমে তাদের পক্ষে সোহেল আহমেদকে আইনজীবী নিয়োগ দেয়া হয়। তবে নিরাপত্তার কারণে তিনি আদালতে কোন যুক্তি-তর্কে অংশ নেননি।

শিশু আছিয়ার পক্ষে মামলায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মনিরুল ইসলাম মুকুল। তাকে সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গঠিত পাঁচ আইনজীবী প্যানেলের সদস্যরা।

গত ১৩ এপ্রিল মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ মামলার আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

এর আগে ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই সময় মাগুরাসহ দেশব্যাপী ব্যাপক আন্দোলন কর্মসূচি পালিত হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)