Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের মেম্বার হলেন শাহরিয়ার জাহেদী

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৩৬:৪৩ পিএম

 

ঝিনাইদহ প্রতিনিধি: সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এমএ লতিফ শাহরিয়ার জাহেদী।

গত শুক্রবার (২৫ এপ্রিল) সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ নিয়োগপত্রটি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর হাতে তুলে দেন।

মোহাম্মদ লতিফ আশা প্রকাশ করে বলেন, এমএ লতিফ শাহরিয়ার জাহেদী তার অভিজ্ঞতা, নিষ্ঠা এবং নেতৃত্বের মাধ্যমে মধ্য এশীয় অঞ্চলে ভলিবলের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। তার সক্রিয় অবদানের মাধ্যমে মধ্য এশীয় অঞ্চলের সকল ভলিবল ফেডারশন আরও শক্তিশালী হয়ে উঠবে।

সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ১৪টি জাতীয় ফেডারেশন সদস্য নিয়ে গঠিত। এটি এশিয়ায় ইনডোর ভলিবল এবং সৈকত ভলিবল ও গ্রাস ভলিবল পরিচালনা করে এবং এশিয়ান মেনস নেশনস লীগ এবং এশিয়ান উইমেন্স নেশনস লীগসহ জোনাল চ্যাম্পিয়নশিপ পরিচালনা করে।

এম এ লতিফ শাহরিয়ার জাহেদী ঝিনাইদহের প্রবীণ রাজনীতিবিদ ভাষা সৈনিক মো. জাহিদ হোসেন মুসা মিয়ার পুত্র। তিনি সমাজসেবামূলক নানা কর্মকান্ডের সাথে যুক্ত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)