Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়া ছাত্রলীগের   সম্পাদক গ্রেফতার

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৪০:৫৩ পিএম

 

বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি  : বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহাজালালকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার সকালে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর চাঁদপুর গ্রামের রতন বিশ্বাসের ছেলে শাহাজালাল। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৯ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন । এ মামলায় শাহাজালাল ছিল ২৭৭ নম্বর আসামি। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ তোলা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন বিস্ফোরক আইনে এজাহারভুক্ত আসামি শাহাজালাল। রোববার আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)