নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে ওবাইদুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। রোববার ভোরে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর সীমান্তে এ ঘটনাটি ঘটেছে। নিহত ওবাইদুর রহমান গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে।
স্বজনরা জানান, শনিবার রাতে গোপালপুর সীমান্ত দিয়ে ওবাইদুরসহ ৫/৬ জনের একটি দল ভারত থেকে অবৈধভাবে গরু ও ফেনসিডিল আনতে যায়। রাত ২টার দিকে মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ওবাইদুরের মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা সঙ্গীরা পালিয়ে আসে।
ইউপি সদস্য বাবুল হোসেন জানান, অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ওবাইদুরের মৃত্যুর ঘটনা সকালে জানতে পারি। তিনি আরও জানান ৫/৬ জন গিয়েছিলো ভারতে গরু আনতে। সবাই পালাতে পারলেও ওবাইদুর গুলি বৃদ্ধ হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপালপুর এলাকার ৫/৬ জন মিলে রাতে অবৈধভাবে গরু ও মাদক আনতে ভারতে গিয়েছিলো। বিএসএফের গুলিতে তাদের মধ্যে ওবাইদুর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে এবং তার লাশ ভারত সীমান্তের ২শ গজ ভিতরে রয়েছে বলে সকালে জানতে পেরেছি।
মহেশপুর-৫৮বিজিবির পরিচালক লে. কর্নেল রফিকুল আলম জানান, সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা জানার পরে বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের বার্তা পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পরে আপনাদেরকে সকল তথ্যে জানাত পারবো।