Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুর বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৩০:৪১ পিএম

 

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে ওবাইদুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। রোববার ভোরে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর সীমান্তে এ ঘটনাটি ঘটেছে। নিহত ওবাইদুর রহমান গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে।

স্বজনরা জানান, শনিবার রাতে গোপালপুর সীমান্ত দিয়ে ওবাইদুরসহ ৫/৬ জনের একটি দল ভারত থেকে অবৈধভাবে গরু ও ফেনসিডিল আনতে যায়। রাত ২টার দিকে মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ওবাইদুরের মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা সঙ্গীরা পালিয়ে আসে।

ইউপি সদস্য বাবুল হোসেন জানান, অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ওবাইদুরের মৃত্যুর ঘটনা সকালে জানতে পারি। তিনি আরও জানান ৫/৬ জন গিয়েছিলো ভারতে গরু আনতে। সবাই পালাতে পারলেও ওবাইদুর গুলি বৃদ্ধ হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়

যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপালপুর এলাকার ৫/৬ জন মিলে রাতে অবৈধভাবে গরু ও মাদক আনতে ভারতে গিয়েছিলো। বিএসএফের গুলিতে তাদের মধ্যে ওবাইদুর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে এবং তার লাশ ভারত সীমান্তের ২শ গজ ভিতরে রয়েছে বলে সকালে জানতে পেরেছি।

মহেশপুর-৫৮বিজিবির পরিচালক লে. কর্নেল রফিকুল আলম জানান, সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা জানার পরে বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের বার্তা পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পরে আপনাদেরকে সকল তথ্যে জানাত পারবো। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)