Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনির বেড়িবাঁধ ধসে মৎস্যঘের প্লাবিত

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৪৭:১৮ পিএম

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদে গলঘেষিয়া নদীর বেড়িবাঁধে বড় ধস (ঘোগা) সৃষ্টি হয়ে কয়েকটি মৎস্যঘের প্লাবিত হয়েছে। স্থানীয় জনগণ এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে জরুরি সংস্কার কার্যক্রম চালিয়ে পানি প্রবেশ রোধ করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে নাসিমাবাদ স্লুইসগেটের পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে এ ধসের সৃষ্টি হয়।

ঘোগা দিয়ে পানি ঢুকতে ঢুকতে তিন থেকে চার ফুট বড় ঘোগা সৃষ্টি হয়। এ সময় বেড়িবাঁধের নিচ দিয়ে প্রবল গতিতে লোকালয়ে পানি প্রবেশ করে এবং আশেপাশের একাধিক মৎস্যঘের মুহূর্তের মধ্যে প্লাবিত হয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মসজিদে মাইকিং করা হয় এবং এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষায় ঝাঁপিয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় স্থানীয়রা সাময়িকভাবে পানি প্রবেশ রোধ করতে সক্ষম হন। পরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এসও আব্দুল আলীমের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে জিও ব্যাগ ব্যবহার করে ডাম্পিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের কাজ শুরু করা হয়।

স্থানীয়রা জানান, বেড়িবাঁধটির অবস্থা পূর্ব থেকেই দুর্বল ছিল। দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও তারা মন্তব্য করেন।

এ বিষয়ে এসও আব্দুল আলিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিও বস্তা ফেলে ক্ষতিগ্রস্ত জায়গাটি ডাম্পিং করা হয়েছে। ইতোমধ্যে আমরা সংস্কারের কাজ শেষ করেছি। ওই স্থান দিয়ে পুনরায় পানি প্রবেশ করবে না বলে জানান তিনি।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)