কেশবপুর প্রতিনিধি : কেশবপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বুক সেলফ হস্তান্তর করেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অ্যাড ওয়াজিউর রহমান। হস্তান্তর উপলক্ষে প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আজিজুর রহমান, প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দ্ল্লুাহ আল ফুয়াদ, গ্রহন্থগার সম্পাদক মাস্টার মতিয়ার রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ, আইয়ুব খান, সদস্য, আব্দুস সালাম, আব্দুল মোমিন, বিল্লাল হোসেন, জাকির হোসেন প্রমুখ। আলোচনা সভাশেষে আনুষ্ঠানিকভাবে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী ও অ্যাড. ওয়াজিউর রহমান সাংবাদিক নেতৃবৃন্দের নিকট সাড়ে ২২ হাজার টাকার বুক সেলফটি হস্তান্তর করেন। এর আগে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩০টি চেয়ার প্রদান করা হয়।