Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তালের রস খেয়ে ৬জন হাসপাতালে

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৪২:৪৭ পিএম

 

নিজম্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে তীব্র গরমে তালের রস খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের ছয়জন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয়। পাতলা পায়খানা, জ্বর ও বমির উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছে।

অসুস্থ ব্যক্তিরা হলেন, যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাচারীবাড়ি এলাকার সুভাষ দাসের বড় ছেলে আকাশ দাস (১৪), মেঝো ছেলে পরশ দাস (১২) ও ছোট ছেলে পরম দাস (৭)। সুভাষ দাসের ভাই লক্ষণ দাসের স্ত্রী জয়ান্তি দাসী (৩৫), তার ছেলে স্বপ্ন দাস (২০) ও মেয়ে বর্ষা দাস (১১)।

জানা যায়, বৃহস্পতিবার রাতে তালের রস খান একই পরিবারের ৬ জন সদস্য। শুক্রবার সকালে পেটে ব্যাথা, পাতলা পায়খানা, বমি, জ্বরসহ নানা উপসর্গ দেখা দেয়। এ সময় স্থানীয় এলাকার গ্রাম্য ডাক্তারের চিকিৎসা গ্রহণ করেন তারা। তবে তাতে কোনো উন্নতি না দেখে শনিবার সকালে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে ভুক্তভোগী জয়ান্তি দাসী জানান, রস খাওয়ার পর থেকে আমরা এক পরিবারের ৬ জন চরম অসুস্থ হয়ে পড়েছি। পাতলা পায়খানা, বমি ও জ্বর কিছুতেই কমছে না। এখন আমরা অভয়নগর উপজেলা হাসপাতালে রয়েছি।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, তীব্র গরমের কারণে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে তালের রস খেয়ে একই পরিবারের ছয় সদস্য ভর্তি হয়েছে। দ্রুত তাদের অবস্থার উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করছি। পাশাপাশি ফুটপাতের ঠাণ্ডা ও অস্বাস্থ্যকর সরবত পান থেকে বিরত থাকার পরামর্শ দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)