কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের পল্লীতে এক বাড়িতে ডাকাতি নিয়ে পুলিশ ও বাড়ি মালিক ভিন্ন কথা বলছে।
বাড়ি মালিক বলছে, ডাকাতরা বাড়ির সকলকে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাতে শ্রীফলা গ্রামে এই ডাকাতি হয়। পুলিশ বলছেন ভিন্ন কথা।
স্থানীয় সূত্রে জানাগেছে গত বৃহস্পতিবার ভোর রাতে ১০/১২ জনের একটি ডাকাতের দল উপজেলার মজিদপুর ইউনিয়নের শ্রীফলা গ্রামে সাধন ভট্টাচার্যের পুত্র সুভ্রত ভট্টাচার্য এর বাড়িতে ডাকাতির জন্য প্রবেশ করে। ডাকাতরা ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সকলকে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে ঘরের দরজা খুলে চলে যায়।
ডাকাতির বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কি-না জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন দৈনিক স্পন্দনকে বলেন তারা থানায় মামলা করতে এসেছিল। কিন্তু এর আগে আমরা ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন কালে জানতে পারলাম এটা কোনো ডাকাতি সংগঠিত হয়নি। প্রতিবেশি দুই গ্রুপের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি নাটক সংঘটিত হয়েছে। থানায় কোনো মামলা হয়নি।
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ দৈনিক স্পন্দনকে বলেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকা, স্বার্ণালংকর ও অন্নান্য মালামাল সহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। থানা পুলিশের ধারণা পুরাপুরি ঠিক না।