মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে মামলা তুলে না নেয়ায় মামলার বাদী জামাল বিশ্বাস (৪২) কে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। শুক্রবার ভোর ৫ টার দিকে উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরিবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের জামাল বিশ্বাসকে ২০২০ সালে কুপিয়ে মারাত্মক আহত করে। ওই ঘটনায় একটি মামলা হয়। সেই মামলা তুলে নেয়ায় জন্য বিভিন্ন সময় তার ও তার পরিবারের উপর হুমকি চলে আসছিল। শুক্রবার সকাল ৫ টার দিকে কাজের উদ্দেশ্যে শ্রীপুর আসার পথে শ্রীকোল ক্যানালের ব্রীজের উপর অতর্কিত হামলার শিকার হয়। এ সময় নাজমুল শেখ, সাজিদ শেখ, জিল্লুর শেখ, মনির হোসেন শেখ, রাকিব শেখ, সিজান শেখ ও শিবলু শেখ, শহিদুল ইসলামসহ ১০ থেকে ১৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যাই। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।