Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, ধর্ষণের আইনে মামলা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৫৯:২৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই সন্তানের জননীর (৩৬) সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করার ঘটনায় জসিম উদ্দীন (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের আইনে মামলা হয়েছে। জসিম বেনাপোল পোর্ট থানাস্থ সাদীপুর পশ্চিমপাড়ার মোশারফ হোসেনের ছেলে।
ওই নারী কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার বাড়ি যশোর শহরের শংকরপুর এলাকায়। তিনি দুই সন্তানের জননী। ফেসবুকের মাধ্যমে আসামির সাথে তার পরিচয় হয়। কথাবার্তার এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাস চারেক আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেনাপোল সীমান্ত সংলগ্ন হোটেল ডায়মন্ডে নিয়ে যায়। সেখানে সারারাত তাদের শারীরিক সম্পর্ক হয়। এরপর গত ১০ ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে খালা নুরজাহানের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সর্বশেষ গত ২০ এপ্রিল যশোর রেলস্টেশন সংলগ্ন হোটেল শাহনাজে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তারা থাকে। সেখানে দুইবার শারীরিক সম্পর্ক হয়। এরপর তাকে বিয়ের কথা বলা হলে সে বিয়ে করবে না বলে জানায়। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হলে গত বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ভবনে বেনাপোলের দুইজনের মধ্যস্থতায় আলোচনা হয়। সেখানে জসিম বিয়ে করবে না বলে জানায়। ফলে তিনি সেখান থেকে বেরিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ ধর্ষণ আইনে মামলা রেকর্ড করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)