ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এ সাইকেল বিতরণ করেন। সভাপতিত্ব করেন বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল। এসময় উপস্থিত ছিলেন বানিয়াখালী ক্যাম্প ইনচার্জ ইকবাল হোসেন, ইউপি সচিব আমিনুল ইসলাম, প্রকল্প পিআইসি ও সংরক্ষিত ইউপি সদস্য রোকেয়া খাতুন, লাখি বেগম, সেলিনা, শিক্ষক রেজোয়ান হোসেন মৌলঙ্গী, সেলিম আহমেদ প্রিন্স, বিএনপি নেতা শেখ মশিউর রহমান লিটন, হেমায়েত রশিদ খান, আজমল হুদা মিঠু প্রমুখ।
উপজেলা উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় শরাফপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। প্রতিটি সাইকেল ১০ হাজার ৪’শ টাকা দরে ক্রয় করা হয়েছে। দূরত্ব, মেধাবী ও হতদরিদ্র তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের মাঝে এ সাইকেল বিতরণ করা হয়।