ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষক পূর্ণেন্দু শেখর বিশ্বাসের অবসর জণিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কলেজ গর্ভনিং বডির বিদ্যোৎসাহী সদস্য বিএনপি নেতা শেখ মশিউর রহমান লিটন। বক্তব্য দেন শিক্ষক এমডি ইউসুফ আলী, আমিনুর ইসলাম, সুরঞ্জন কুমার বিশ্বাস, সিনিঃ শিক্ষক আব্দুস সালাম, কেএম হযরত আলী, বিপুল কান্তি মল্লিক, রাফেজা খাতুন, শান্তিলতা বিশ্বাস, খাদিজা বেগম প্রমুখ।