সাতক্ষীরা প্রতিনিধি : ইসলামী শিল্পী কবির বিন সামাদকে অকথ্য ভাষায় গালিগালাজ, হত্যার হুমকির প্রতিবাদে গ্রেফতার এবং শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে তৌহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মাজলিসুন মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। এ সময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, মাওলানা মনোয়ার হোসেন মমিন, মাওলানা আমিনুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফি।
মানববন্ধনের পর মাজলিসুন মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালী নেতৃত্বে সঠিক বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান আ. রউফ পরিকল্পিতভাবে মাহফিল স্টেজে কবির বিন সামাদকে অপমান করেছেন। অবিলম্বে চেয়ারম্যান আব্দুর রউফকে যদি গ্রেফতার না করা হয়, ২৪ ঘন্টার মধ্যে আন্দোলন গড়ে তুলা হবে।