Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় বণিক সোসাইটির ফ্যাসিস্ট কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:০৫:৩১ পিএম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির মেয়াদ উত্তীর্ণ নির্বাচন পরিচালনা কমিটি বাতিল এবং ফ্যাসিবাদমুক্ত নতুন কমিটি করে অবাদ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়। ফুলতলা বাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে ওই স্মারকলিপিতে অভিযোগ করে বলা হয় সম্প্রতি ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি গত ২১ এপ্রিল পরিচালনা কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা করে। ওই সভায় বাজারের স্বল্প সংখ্যা ব্যবসায়ী ও বহিরাগত ব্যক্তিদের নিয়ে ফুলতলা থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লাল হোসেনকে প্রধান অতিথি করা হয়। জুলাই ২৪ গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্টরা নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন পদ দখল করে আছে। ফলে অবৈধ ফ্যাসিস্ট সমন্বয়ে গঠিত মেয়াদ উত্তীর্ণ কমিটি দ্বারা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সেহেতু উক্ত কমিটি বাতিল করে ফ্যাসিস্টমুক্ত নতুন কমিটি গঠনপূর্বক অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে সংগঠনের আহবায়ক ওবায়েদ সাঈদ ডায়মন্ড, যুগ্ম আহবায়ক সাঈদ ভুইয়া, মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব জাকারিয়া হুসাইন, ইমরুল কায়েস নিতু, মিজানুর রহমান, আঃ মান্নান মহলদার, আরমান ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)