Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে চলাচলের রাস্তা না দেয়ায় বাড়িতে হামলা ভাঙচুর

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৫৬:২৪ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : শ্রীপুরে চলাচলের রাস্তা না দেয়ায় প্রতিবেশীরা বাড়িঘরে হামলা চালিয়েছে। এ সময় চম্পা বেগম নামে এক অসহায় মহিলার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বৃহস্পতিবার ভোরে সকালে উপজেলার আমলসার ইউনিয়নের হাট কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত চম্পা বেগমের ভাশুর কছির উদ্দিন জানান, আমাদের জায়গা দিয়ে তারা দীর্ঘদিন ধরে চলাচল করে আসছিল। আমরা তাদের চলাচলের জায়গা রেখে নতুন ঘর নির্মাণ করছিল। তারা জোরপূর্বক চলাচলের জন্য বড় রাস্তা চায়। তা না দেয়ায় এ কাজে বাঁধা দেয়। বৃহস্পতিবার ভোর সকালে লুৎফর মোল্যা, কামরুল ইসলাম, তারিক মোল্যা, রফিক মোল্যা, তাফসির মোল্যা, শুকুর মোল্যা, তমসেল মোল্যা, সোনা মোল্যা, আতিক মোল্যা, শাওন মোল্যাসহ ৩০ থেকে ৪০ জন আমার ছোট ভাই মৃত মফিজুর রহমানের স্ত্রী চম্পা বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে কামরুল ইসলাম জানান, আমার চাচাতো ভাই দীর্ঘ ৪০ বছর ধরে ওখানে বসবাস করে আসছে। ওই বাড়িতে চলাচলের জন্য পথ দাবি করে আসছে। কিন্তু তারা কারো কথা মানছে না। পথের জন্য আমাদের লোকজন তাদের নতুন নির্মাণ ঘরের কিছু অংশ ভেঙে দিয়েছে। তাছাড়া লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)