Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

ঝিকরগাছা ক্রিকেট ও যশোর ক্রিকেট কোচিং সেন্টার জয়ী

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০১:৫৭:৩৯ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক : যশোরে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ও যশোর ক্রিকেট কোচিং সেন্টার। বুধবার স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের ২ টি খেলা হয়েছে। দিনের প্রথম খেলায় ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ৮ রানের ব্যবধানে পরাজিত করে মণিরামপুর ক্রিকেট একাডেমিকে এবং দ্বিতীয় খেলায় যশোর ক্রিকেট কোচিং সেন্টার ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে এস এস ক্রিকেট একাডেমিকে। টসে জিতে প্রথমে ব্যাট করে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে তারা। এ রানের মধ্যে মুকুল ৫০, রাহাত ৩৫ ও জয় অপরাজিত ২৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। মণিরামপুর ক্রিকেট একাডেমির মিথুন ২৯ রানে একাই নেন ৪ টি উইকেট। জবাবে, ১৯ ওভার ৩ বলে ১৪১ রানে অলআউট হয়ে যায় মণিরামপুর ক্রিকেট একাডেমি। তাদের আসিফ ৩৯, আরাফাত ২৩, রহমান ২০ ও শাওন ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। ঝিকরগাছা ক্রিকেট একাডেমির রাহাত ও জয় উভয়ে ৩ টি এবং আরিস ২ টি উইকেট পান। অপর খেলায় এস এস ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে ১২ ওভারে মাত্র ৩১ রানে অলআউট হয়ে যায়। দলের কোনো ব্যাটসম্যান দু’অংকের ঘরে রান করতে পারেননি। যশোর ক্রিকেট কোচিং সেন্টারের সৈকত মল্লিক মাত্র ৫ রানে একাই নেন ৫ টি উইকেট। এছাড়া ইমন ২ টি উইকেট পান। জবাবে, ৬ ওভারে সবকটি উইকেট হাতে রেখে জয় পায় যশোর ক্রিকেট কোচিং সেন্টার। দলের পক্ষে কাবিদ আল সিয়াম অপরাজিত ১৮ ও অভিক ঘোষ বিল্টু অপরাজিত ১৪ রান করেন। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর শাখার এ টুর্নামেন্টের আয়োজন করেছে। প্রতিযোগিতায় ঢাকার টাইগার ক্রিকেট একাডেমি ছাড়াও যশোরের এস এস ক্রিকেট একাডেমি, যশোর ক্রিকেট কোচিং সেন্টার, মণিরামপুর ক্রিকেট একাডেমি, ঝিকরগাছা ক্রিকেট একাডেমি, ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট, উপশহর ক্রিকেট একাডেমি ও মুসলিম ফ্রেন্ডস ক্রিকেট একাডেমি অংশগ্রহন করছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)