Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৩:৪৬:৪০ পিএম

 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেনের অপসারণের দাবিতে স্থানীয় লোকজন ও ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্যরা মানববন্ধন করেছেন। এছাড়াও ওই চেয়ারম্যানের অপসারণ চেয়ে জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রদান করেছেন ইউপি সদস্যগণ। মঙ্গলবার বিকেলে উপজেলার বাবুখালি বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপজেলার বাবুখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, উন্নয়ন কাজের টাকা আত্মসাৎ, সদস্যদের না জানিয়ে বিধবা,বয়স্ক,প্রতিবন্ধী ভাতা ও টিসিবি কার্ড কাউকে না জানিয়ে তালিকা তৈরি করে। এলজিএসপি, এডিপি, টিয়ার, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের টাকাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কার্যকলাপ তুলে বক্তব্য দেন পরিষদের নির্বাচিত সদস্যরা।

মানববন্ধনে ইউপি সদস্য আশরাফুল আলম ফাইটার অভিযোগ করে বলেন,  ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন পলাতকের পর প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন দায়িত্ব পালন করে আসছে। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে  আমাদের দীর্ঘদিন ধরে সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। এটা আমরা কখনই মেনে নিতে পারি না। তাই আমরা পরিষদের ৬ সদস্য চেয়ারম্যানের অপসারণ দাবি করে মানববন্ধন ও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনাস্থাপত্র প্রদান করে তার অপসারণের দাবি করেছি। আশা করি এর একটি সুবিচার অবশ্যই পাবো। 

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, তারা যে সকল অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। আমার বিরুদ্ধে একটি অভিযোগ প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করবো।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)