Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উল্টে গেল শ্রমিকবাহী বাস

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৩:০২:৫৩ পিএম

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি  : ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডিভাইডারের উপর উল্টে পড়েছে। এতে ১০ শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে খুমেক ও ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গুটুদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বোরো ধান কাটার জন্য কয়রা থেকে ৪৫ শ্রমিক ঢাকা জ-১৪-০৩১৯ নম্বরের এই বাসটি রিজার্ভ করে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। গুটুদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি ফোর লেনের রং সাইট দিয়ে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে অন্য একটি গাড়ির মুখোমুখি হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডিভাইডারের উপর উল্টে পড়ে।

হাইওয়ে পুলিশ ইন্সপেক্টর ফজলুর করিম জানান, কয়রা থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী বাসটি গোপালঞ্জ যাচ্ছিলো। গুটুদিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সড়কের রং সাইডে ঢুকে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উল্টে পড়ে। যাত্রীদের দুইজনের বাম হাত ভেঙে গেছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৮/১০ জন ডুমুরিয়াসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।    

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)