ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চর গোলকনগর গ্রামের এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। তবে, এ ঘটনায় গ্রামবাসী বলছে ডাকাতি হয়েছে।
স্থানীয়রা জানায়, মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামের আইনুদ্দিন শেখের পুত্র টিপু সুলতান দীর্ঘদিন যাবৎ সিঙ্গাপুরে থাকেন। মঙ্গলবার রাত ১০টার দিকে খাওয়া দাওয়ার পর পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েন। এরপর রাত আড়াইটার দিকে ৬/৭ জনের একদল অস্ত্রধারী ডাকাত প্রবাসী টিপু সুলতানের বারান্দার গ্রীল কেটে তার বসত ঘরে প্রবেশ করে।
এসময় ডাকাতরা টিপু সুলতানের স্ত্রী সুম্মা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুট করে চলে যায়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।