Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লিজ বাতিল চৌগাছার বেড় গোবিন্দপুর বাঁওড়ের

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:৪১:৪৫ পিএম

বাবুল আক্তার, চৌগাছা : যশোরের চৌগাছার বেড়গোবিন্দপুর বাঁওড় লিজ বাতিল করে সরকারের অধীনে নেয়া হয়েছে। বাঁওড়ের লিজগ্রহীতা মনমতপুর-বেড়গোবিন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতি বাঁওড়ের ১৪৩১ ও ১৪৩২ বাংলা সনের লিজ মূল্য পরিশোধ না করায় বাওড়টি লিজ বাতিল করে সরকারের অধীনে নেয়া হয়েছে।
মঙ্গলবার (২২এপ্রিল) দুপুর দুইটার দিকে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহানের নেতৃত্বে বাঁওড়টি লিজমুক্ত করে লাল পতাকা উড়িয়ে সরকারের দখলে নেয়া হয়।
এসময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, চৌগাছা থানার এসআই মিজানুর রহমানসহ উপজেলা ভূমি অফিস ও চৌগাছা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৮০র দশকে চৌগাছার বেড়গোবিন্দপুর, চৌগাছা ও মহেশপুরের কাটগড়া, চৌগাছা ও কালীগঞ্জের মর্জাদ বাঁওড়সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৬টি বাঁওড় বিশ্বব্যাংকের প্রকল্পের অধীনে চাষ করা হতো। পরে সরকারের মৎস্য মন্ত্রণালয়ের বাওড় মৎস্য প্রকল্পের অধীনে সরকারিভাবে মৎস্য উৎপাদন করা হতো। তবে বাঁওড় মৎস্য প্রকল্পের অধীনে মৎস্য উৎপাদনের সময়ে বাঁওড় ম্যানেজারদের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেড়গোবিন্দপুর বাঁওড়ে প্রভাব খাটাতে থাকে। ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর ম্যানেজারদের সাথে অঘোষিত চুক্তি করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাঁওড়ে অঘোষিত লিজ গ্রহণ করে মাছ চাষ করতে থাকে। এনিয়ে বাঁওড়পাড়ের মৎস্যজীবীদের নানাভাবে নির্যাতন করে সংখ্যালঘু সম্প্রদায়ের মৎস্যজীবিদের দেশ ছাড়া করে ভারতে চলে যেতে বাধ্য করার ঘটনাও ঘটে। এসব ঘটনার প্রেক্ষিতে ২০২২ সালে ডিসি সম্মেলনে ঝিনাইদহের তৎকালীন জেলা প্রসাশক এসব বাঁওড় বেসরকারিভাবে লিজ প্রদানের প্রস্তাব করেন।
প্রস্তাবের আলোকে ২০২৩ সালে বাঁওড় মৎস্য প্রকল্পের অধীন বাঁওড়গুলি লিজ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। ওই বছরই ৫৫৮ একরের বেড়গোবিন্দপুর বাঁওড়টি মন্মথপুর-বেড়গোবিন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতি বাৎসরিক ৬৮ লাখ ২৫ হাজার টাকা লিজমূল্যে ৬ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়। প্রতি বাংলা সনের ৩০ চৈত্রের মধ্যে বাৎসরিক চুক্তির টাকা পরিশোধের শর্ত ছিলে। তবে শর্তভঙ্গ করে লিজগ্রহীতা মন্মথপুর-বেড়গোবিন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতি ১৪৩১ বছরের চুক্তিমূল্য পরিশোধ করেনি এবং চলতি ১৪৩২ বছরের চুক্তিমূল্যও পরিশোধ করেনি। যে কারণে যশোরের জেলা প্রশাসক লিজগ্রহীতার লিজ বাতিল করেন এবং জেলা প্রশাসকের নির্দেশনায় চৌগাছার সহকারী কমিশনার প্রকৌশলী তাসমিন জাহানের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে বাওড়ে লাল পতাকা গেড়ে দিয়ে বাওড়টি সরকারের দখলে নেয়া হয়।
এ বিষয়ে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান বলেন, লিজগ্রহীতা মৎস্যজীবী সমবায় সমিতি ১৪৩১ ও ১৪৩২ সনের লিজমূল্য পরিশোধ না করায় তাদের লিজ বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, লিজগ্রহীতা মৎস্যজীবী সমবায় সমিতির বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করে ১৪৩১ সনের লিজমূল্য আদায় করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)