মাগুরা প্রতিনিধি : মাগুরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকা-খুলনা মহাসড়কের পিটিআই পরিক্ষণ বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ সমর্থিত কিছু যুবক মাথায় হেলমেট, মুখে মুখোশ পড়ে এ ঝটিকা মিছিলে অংশ নেয়। এ সময় তারা “জয় বাংলা,জয় বঙ্গবন্ধু” শ্লোগানের পাশাপাশি রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার ভয় নাই মিছিল দিতে দিতে ঢাকা রোড এলাকার দিকে চলে যায়। কিছু দূর অগ্রসর হওয়ার পর তারা ছত্র ভঙ্গ হয়ে যায়। উল্লেখ্য,জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের পর মাগুরা জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা পলাতক রয়েছে । মামলা হয়েছে অনেকের নামে । শহরে, হাটে, বাজারে, গ্রামে গঞ্জে কোথাও কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা মিলছে না । হঠাৎ মঙ্গলবার ভোরে আওয়ামী লীগের মিছিলকে ঘিরে শহরে গুঞ্জন শুরু হয়েছে ।