মাগুরা প্রতিনিধি : মাগুরায় যৌথবাহিনী আলাদা অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে। এ সময় তিনজনের কাছ কাছ থেকে অস্ত্র ও ৫ জনের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।
পৌর এলাকার মীরপাড়ায় মৌশান শেখ (২৮) এর বাসায় মাগুরা সেনা ক্যাম্প মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, এ্যামুনিশন এবং দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। মাগুরা সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সামিনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে ২টি ওয়ান শ্যুটার গান, ১৫ রাউন্ড গুলি, ১ টিকে রামদা ১ টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল ২ টি দা উদ্ধার করা হয়। এ সময় মাগুরা শহরের মীর পড়ার জাহিদ মিয়ার ছেলে মৌশান শেখ (২৮), মীর পড়ার বাবু শেখের ছেলে শাওন শেখ ও তার ভাই নয়ন শেখকে আটক করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, সোমবার রাতে অপর এক অভিযানে যৌথ বাহিনী মাগুরা পৌর এলাকার আবালপুর থেকে তিন লাখ টাকা মূল্যের ১১৬ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে। আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।