Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:২৮:২৯ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪৫ লিটার চোলাই মদসহ শিখা রানী (৪৬) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার রাতে শহরের মধুগঞ্জ ঢাকালে পাড়া থেকে ৬০ বোতল মদসহ তাকে আটক করা হয়। ওই এলাকার উত্তম দাসের স্ত্রী আটক শিখা রানীকে মঙ্গলবার ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক বিকিকিনি চলছে এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর যৌথ বাহিনীর সদস্যরা উত্তম দাসের বাড়িতে হানা দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উত্তম দাস পালিয়ে গেলেও তার স্ত্রী শিখা রানীর ঘর তল্লাশী চালিয়ে খাটের নিচ থেকে ৬০ বোতল মদ উদ্ধার করা হয়। যেখানে ৫০টি ৫০০ মিলি লিটার বোতলে ২৫ লিটার ও ১০টি ২ লিটার বোতলে ২০ লিটার মদ ভর্তি ছিল ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, যৌথ অভিযানে মদসহ আটক শিখা রানীকে মঙ্গলবার মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। কালীগঞ্জকে মাদক মুক্ত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে যোগ করেন তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)