প্রেসবিজ্ঞপ্তি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং অব্যহত ভাবে দলীয় নীতি আদর্শ পরিপন্থী লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রক্ষিতে শার্শা উপজেলার বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এরা হলেন, উপজেলা বিএনপির সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শন্তি এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াহেদ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে দলের কোন কার্যক্রমে তাদের অংশগ্রহণ করতে না দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের জানানো হয়েছে।