কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ করেছে বিজিবি। রোববার (২০ এপ্রিল) কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি আভিযানিক দল কলারোয়ার কেঁড়াগাছি থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে। একই বিওপির সদস্যরা ভাদিয়ালি এলাকা থেকে ১ হাজার পিস ভারতীয় কাটগ্রা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়া ব্যাটালিয়নের বিশেষ আভিযানিক দল কলারোয়ার সীমান্তবর্তী কাদপুর গ্রাম থেকে আনুমানিক ১লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা উদ্ধার করে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত রোববার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।