নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা উপজেলা পেটভরা নারায়ণপুর গ্রামের মাঠে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) আয়োজনে বায়োলিড পণ্যের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে গ্রামের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ফেরোমান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের পরিচালক কেএম মনোয়ার হোসেন।
তিনি বলেন, বায়োলিড ব্যবহারের উপকারিতা খুবই ভালো। বয়োলিড ফসল উৎপাদনের সহায়ক হিসেবে ভূমিকা রাখে। বায়োলিড ব্যবহার করলে মাটি শোধন করে, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির ফলে ফসলের ফলন বৃদ্ধি হয় এবং রোগ প্রতিরোধের কার্যকারিতা বৃদ্ধি পায়। বায়োলিডে রয়েছে অনুজীব; যা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি কমিয়ে আনা পরজীবগুলো দমন করে।
ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এসও এসবি নাহিদ মিথুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আজমির হোসেন। ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিডিও সুজা মিয়ার সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসবি নাহিদ মিথুন। আলোচনা সভা শেষে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের পরিচালক কে এম মনোয়ার হোসেন কৃষকদের বায়োলিড প্রয়োগকৃত ফসলের ধান ক্ষেত পরিদর্শন করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আবু জাফর।