শালিখা (মাগুরা) প্রতিনিধি : প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষায় অনেক সমস্যা রয়েছে এ থেকে উত্তরণে আমরা কাজ করে যাচ্ছি। তবে অনেকে মনে করেন প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া হয় না, তাদের এই ধারণা ভুল। বাংলাদেেেশ প্রতি জেলায় অনেক সুন্দর সুন্দর বিদ্যালয় আছে। আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল বিদ্যালয়ে রুপান্তর করতে চাই। তিনি রোববার মাগুরা জেলার শালিখা উপজেলা সদর আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৪ প্রকল্পের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপপরিচালক শফিকুল ইসলাম, প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা বিভাগের উপপরিচালক মো. জয়নাল আবেদীন, মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন।