মাগুরা প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, আগামী দিনে শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে। আপনারা শিশুদের সাথে ভালো আচরণ করুন । আনন্দের সাথে শিশুর বিকাশ ঘটে। শিশুর প্রতি সকল সহিংসতা রোধে আমাদের কাজ করতে হবে। সবার সহযোগিতা পেলে একটি প্রতিবন্ধী শিশুও সমাজে ভালোভাবে বেড়ে উঠতে পারে। মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশে তিনি এ কথা বলেন ।
মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ড.মো: শফিকুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো: জয়নাল আবেদীন,মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের ও জেলা শিক্ষা অফিসার মো: আমিরুল ইসলামসহ ৪ উপজেলার এটিও,ইউআরসি ইন্সটাক্টর , বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান,অভিভাবক ও শিশু শিক্ষাথীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে আদর্শ বিতর্ক সংঘের সদস্যরা “প্রাথমিক শিক্ষকদের শিখন কার্যক্রমে অনিহা ও শিশু বান্ধব শিক্ষা প্রদ্ধতির অভাবই বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পিছিয়ে পড়ছে ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় । শেষে মাগুরা শিল্পকলা একাডেমীর প্রতিশ্রুতিশীল শিশুরা একক নৃত্য,দলীয় নৃত্য,আবৃত্তি,গান ও কৌতুক পরিবেশন করে । এর আগে শনিবার সকালে মাগুরা জেলা অডিটেরিয়ামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাগুরার ৪ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন ।