নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে নসিমন উল্টে রাকিব হোসেন (২০) এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঢাকুরিয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকিব সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মুকা হোসেনের ছেলে।
জানা গেছে, ঘটনার সময় রাকিব নসিমন চালিয়ে মণিরামপুর উপজেলা শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকুরিয়া বাজারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমনটি সড়কের পাশে উল্টে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রাকিবের মৃত্যু হয়েছে।