Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সাঁতার কোচ আব্দুল মান্নানকে সংবর্ধনা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৩:০৩:৫০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের কৃতি সন্তান ও সাঁতারু তৈরির কারিগর আব্দুল মান্নানকে সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য হওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার সকালে যশোর জেলা ক্রীড়া সংস্থার আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে আব্দুল হাই স্মৃতি সংঘ এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভলিবল কোচ শহীদ আহমেদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আব্দুল মান্নানকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন আব্দুল মান্নান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। ক্রীড়া সংগঠক সাইফুজ্জামান মজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক খান মো. শফিক রতন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এজেডএম সালেক, আবুল বাশার সাইফুদ্দোলা, যশোর এক্স ক্রিকেটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ।
লাভস্ ক্রিকেট যশোরের সাধারণ সম্পাদক গোলাম তসলিম শিমুলের পরিচালনায় বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহি সদস্য শামীম এজাজ, পৌর কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, ক্রীড়ামোদি সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক খুলনা বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার এএফ মঈন উদ্দিন রোম, সাবেক ক্রিকেটার খায়েরুজ্জামান বাবু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ আজিমুল হক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক নুরুল আরেফিন। তিনি তার বক্তব্যে আব্দুল মান্নানের খেলোয়াড় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, আব্দুল মান্নান ১৯৭৫ সাল থেকে সাঁতারের সাথে যুক্ত হন। ১৯৮০ সালে কোয়ালিফাইং সাঁতার কোচ হিসেবে যাত্রা শুরু করেন। ১৯৮৩ সালে জাতীয় সাঁতারের বিচারক হন। বিচারক হিসেবে তিনি ৬টি সাফ গেমস পরিচালনা করেন। ১৯৯৯ সালে প্রথমবারের মতো যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন। এছাড়া একাধিকবার জাতীয় দলের ম্যানেজারসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এসব কারণে মান্নানকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)