মাগুরা প্রতিনিধি : মাগুরায় ৬ দফা দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল করেছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর মাগুরা-ঝিনাইদহ রোড পলিটেকনি গেট থেকে মিছিল শুরু হয়ে শহরের মসলা গবেষণা সড়কের সামনে ঘুরে পলিটেকনিক দক্ষিণ গেটে এসে শেষ হয়। এর আগে ছয় দফা আদায়ে আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে মশাল মিছিল করেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি হচ্ছে, জুনিয়র ইন্সট্রাক্টর ও পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি রায় বাতিল করতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগবিধি সংশোধন করতে হবে। দাবিগুলো না মানা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।