আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় ফিলিস্তিনসহ বিশ্বের মুসলিমদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
কুল্যা পূর্ব পাড়া বায়তুল আমান (সুন্নি) জামে মসজিদ এর মুসল্লি ও এলাকাবাসীর আয়োজনে মসজিদের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। মানববন্ধন চলাকালে বক্তাগণ ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিমদের উপর জুলুম, হত্যা, অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে আলোচনা রাখেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।