কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলারোয়া প্রেসক্লাবে এ দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া মডেল জামে মসজিদের খতিব খায়রুল ইসলাম।
আনোয়ার হোসেনের সুস্থতা কামনা করে দোয়া চেয়ে আলোচনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আব্দুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল্লাহ আজাদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, কাজী সিরাজ, বিএম আফজাল হোসেন পলাশ, সুজাউল হক ও দেলোয়ার হোসেন, কলেজ শিক্ষক মুর্তজা হাসান, কৃষকদল নেতা শাহাবুদ্দিন, যুবদল নেতা আলতাফ হোসেন, হাবিল হোসেন, ইশারুল, সিরাজ প্রমুখ।