Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহিদ আহমেদের ইন্তেকাল, শোক

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০২:০৩:১৮ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও ভলিবল পরিষদের সম্পাদক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহিদ আহমেদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। বুধবার রাত আড়াইটার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, জন্ডিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সর্বশেষ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিলো এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম আব্দুল জব্বারের ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা খাতুনের ছোট ভাই। গতকাল আসরবাদ শহরের কাজীপাড়া জামে মসজিদে মরহুমের জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়। এর আগে দুপুরে যশোর জেলা ক্রীড়া সংস্থার নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে শহিদ আহমেদের মরদেহ আনা হয়। সেখানে যশোর জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও সাবেক খেলোয়াড়রা শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে, শহিদ আহমেদের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন। বিবৃতিদাতারা হলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে এডহক কমিটি সদস্য সচিব  খালিদ জাহাঙ্গীর, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, সোনালী অতীত ক্লাব যশোরের সভাপতি এ বি এম আখতারুজ্জামান, ভলিবল পরিষদের নেতৃবুন্দ, সৌখিন ক্রীড়া চক্রের নেতৃবৃন্দ, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, ক্রীড়া সংগঠক খায়েরুজ্জামান বাবু, সোহেল মাসুদ হাসান টিটো, সোহেল আল মামুন নিশাদ, এহসানুল হক সুমন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)