Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিকেএসপির বাছাই কর্মসূচি সম্পন্ন

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০২:১৪:৪০ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে ক্রীড়া মেধা ভিত্তিতে দেশের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) উদ্যোগে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় যশোরে খেলোয়াড় বাছাই কর্মসূচি হয় বৃহস্পতিবার। এ বাছাই কার্যক্রম হয় স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে। বিভিন্ন ইভেন্টে শতাধিক খেলোয়াড় অংশ নেয় বলে জানান, বিকেএসপির সিনিয়র ক্রিকেট কোচ হাবিবুর রহমান। এর মধ্যে উল্লেখযোগ্য ক্রিকেটে ৪২ ও ফুটবলে ৩৩ জন অংশ নেয়। এ প্রশিক্ষক আরও জানান, নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে প্রথমে এক মাস মেয়াদের একটি এবং পরবর্তীতে ২ মাস মেয়াদের একটি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।  উল্লেখ্য, বাছাই কার্যক্রমের মধ্যে ছিলো আর্চারি, এথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াস ও কাবাডি (অনূর্ধ্ব-১২-১৩ বছর) এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূূর্ধ্ব ৮-১২ বছর বয়সী ছেলে এবং মেয়ে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)