নিজস্ব প্রতিবেদক: হেরোইনের মামলায় যশোরের তেতুলিয়া গ্রামের মাদক ব্যবসায়ী ইকবাল বিষেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত বিষে সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত গরীব উল্লাহ সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহরিয়ার ইবনে আজাদ।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ৯ ডিসেম্বর রাতে কোতয়ালি থানা পুলিশ সদরের তফসিডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ভাবে বিষেকে আটক ও তার দেহ তল্লাশি করে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতয়ালি থানার এসআই আমির হোসেন মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে আটক বিষেকে অভিযুক্ত করে ২০১৭ সালের ১৯ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম কাজী। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি বিষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ইকবাল বিষে পলাতক রয়েছে।