Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় এক বোঁটায় ৩২টি লাউ!

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:৩৭:২৬ পিএম

 

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় লাউ গাছের এক বোঁটায় ধরেছে ৩২টি লাউ! চমকপ্রদ এই ঘটনা উপজেলার হাকিম ইউনিয়নের যাত্রাপুর গ্রামের।  ঘটনাটি বিস্ময়ের জন্ম দিয়েছে স্থানীয়দের মাঝে, আর এখন সেটি যেন হয়ে উঠেছে পুরো গ্রামের ‘সবজির বিস্ময়’। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে গিয়ে এ চিত্র দেখা যায়।

লাউ গাছের মালিক কৃষক উসমান আলী সরদার বলেন, তিন মাস আগে নিজের বাড়ির আঙিনায় পারিবারিক খাওয়ার উদ্দেশ্যে একটি লাউয়ের বীজ রোপণ করেন। গাছটি লতিয়ে উঠার পর তিনি তৈরি করেন একটি ছোট মাচা। সাধারণ আগ্রহেই গাছের যত্ন নিতেন তিনি। কিন্তু ১৫ দিন আগে তিনি হঠাৎ দেখতে পান এক গাছে ঝুলছে অসংখ্য লাউ! গুনে দেখেন মোট ৩২টি।

উসমান আলী বলেন, “আমি কোনো বড় চাষি না, শুধু নিজের খাওয়ার জন্য গাছ লাগিয়েছিলাম। কিন্তু এখন সবাই দেখতে আসছে। এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।”

এই ঘটনা জানতে পেরে ছুটে যান চৌগাছা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান। গাছটি পরিদর্শন করে তিনি বলেন, “গাছটিতে যে পরিমাণ লাউ ধরেছে, তা সত্যিই ব্যতিক্রম। তবে এটা অলৌকিক কিছু নয়। সঠিক পরিচর্যা, রোগমুক্ত গাছ নির্বাচন, নিয়মিত পানি ও সার প্রয়োগ এবং আবহাওয়ার অনুকূলতার কারণে এমন ফলন হতে পারে। এটি স্থানীয় কৃষকদের জন্য একটি উৎসাহজনক দৃষ্টান্ত।”

উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন বলেন, “এ ধরনের ফলন দেখে প্রমাণ হয় যে, বাড়ির আঙিনাতেও যত্ন নিয়ে সবজি চাষ করলে ভালো ফল পাওয়া যায়। আমরা চাই উসমান আলীর মতো অন্যরাও সবজি চাষে আগ্রহী হোন।”

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)