Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঢাকার বাইরে প্রথমবার যশোরে হবে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৩:২১:৩৩ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: ঢাকার রাইরে প্রথমবারের মতো যশোরে হতে যাচ্ছে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমীর নিজস্ব মাঠে ২ সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আজ বৃহস্পতিবার। বিকেল চারটায় সদর উপজেলার হামিদপুরস্থ একাডেমি মাঠে ন্যাশনাল এ ক্যাম্পের উদ্বোধন করা হবে। মাঠ প্রস্তুতি, আবাসিকসহ সকল ধরণে কার্যক্রমের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান একাডেমির পক্ষ থেকে। একাডেমি সূত্রে জানা গেছে, বুধবার রাতে ৩৮ সদস্যের জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দল সদর উপজেলার হামিদপুরস্থ শামস্-উল-হুদা ফুটবল একাডেমীতে পৌঁছায়। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির শিক্ষার্থীরা। তারা আরও জানান, শামস্-উল-হুদা ফুটবল একাডেমিকে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া টিমের জন্য তিনটি মাঠ প্রস্তুত করা হয়েছে। তাদের থাকার জন্য ভাষা সৈনিক মুসা মিয়া ভবনের তৃতীয় তলার ফ্লোর রেডি করা হয়েছে। আর ৩৮ সদস্যের জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে মধ্যে ৩১জন খেলোয়াড়, ৫ জন অফিসিয়াল ও  ২ জন বল বয় রয়েছেন। এদিকে, ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার রওনক জাহান। সম্মানিত অতিথি থাকবেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমীর নির্বাহী সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমীর পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল  এবং অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করবেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমীর উপপরিচালক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাসুদুর রহমান টনি। শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল বলেন, আমরা সকল ধরণে প্রস্তুতি গ্রহণ করেছি। টিমের জন্য তিনটি মাঠ প্রস্তুুত, থাকার জন্য ফ্লোর প্রস্তুত করা হয়েছে। এছাড়া আমরা শামস্-উল-হুদা ফুটবল একাডেমীকে আলোকসজ্জা করেছি। তিনি আরও বলেন, বাংলাদেশের মধ্যে প্রথমবার যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমীতে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের ২ সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প হবে। এর আগে ঢাকা বাহিরে জাতীয় দলের কোন আবাসিক ক্যাম্প হয়নি।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)