ফরহাদ খান, নড়াইল: একযুগ পর দেশে ফিরেছেন নড়াইল পৌর ছাত্রশিবিরের সাবেক নেতা আব্দুর রহিম। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে নড়াইল শহর সংলগ্ন চিত্রা সেতুর সীমাখালী এলাকায় তাকে সংবর্ধনা দেয়া হয়। আওয়ামী লীগ শাসানামলে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। ২০১৩ সালের দিকে মালয়েশিয়া চলে যান আব্দুর রহিম।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল আবদার, বর্তমান সভাপতি এসএম সালাউদ্দিন, সেক্রেটারি তাজ মোহাম্মদ, অফিস সম্পাদক রুমান শেখ, সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, নড়াইল পৌরসভার ১নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হারুন অর রশীদ, জামায়াত নেতা মুহাদ্দিস হোসেন বাপ্পা, রেজাউল ইসলাম, এজাজুল ইসলাম এজাজ, শরিফুল ইসলাম, সরদার শামীম আহম্মেদ, বেলাল হোসেন, মোহাম্মদ বকুলসহ অনেকে।
একযুগের নির্বাসিত জীবন শেষে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশে ফিরে নিজের জন্মভূমি নড়াইলে আসেন ছাত্রশিবিরের সাবেক নেতা আব্দুর রহিম। তাকে ফুলেল শুভেচ্ছা জানানো ছাড়াও মোটরসাইকেল শোভাযাত্রায় বরণ করে নেয়া হয়। শোভাযাত্রাটি শহরের পুরাতন বাস টার্মিনাল, গোচর, ঘোড়াখালী ও গারুচিরা মোড় প্রদক্ষিণ করে।
এরপর পুলিশের ক্রসফায়ারে নিহত নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার তৎকালীন কাউন্সিলর জামায়াত নেতা ইমরুল কায়েসের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।