শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের এক কিশোরী টাকা দেয়ার প্রলোভনে তার বাড়িতে ধর্ষণের চেষ্টা করার সময় বিশ্বজিৎ মন্ডল (৫২) নামে একজন গণপিটুনির শিকার হয়। পরে তাকে পরে পুলিশে সোপর্দ করে জনতা। ঘটনাটি ঘটেছে ১৪ এপ্রিল দুপুরে উপজেলা ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামে।
ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রথিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা তাসলিমা বেগম নাতিকে নিয়া বসবাস করেন। তাসলিমা বেগমের মেয়ে ও মেয়ের জামাই ভারতের ব্যাঙ্গালোরে চাকুরি করে। ওই কিশোরীর নানী ঘরে না থাকার সুযোগ একই গ্রামের প্রতিবেশী সূর্যকান্ত মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডলের প্রতিবেশী তাসলিমা বেগমের নাতি ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্রী (১১) কিশোরী কন্যাকে ঘরে একা পেয়ে কিছু টাকা দেওয়ার প্রলোভনে কুপ্রস্তাব দেয়। টাকা নিতে রাজি না হলে তাকে ধর্ষণের চেষ্টা করে বিশ্বজিৎ মন্ডল । পরে কিশোরী ডাক চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন ছুটে আসে। বিষয়টি শুনে স্থানীয় জনতা বিশ্বজিৎকে গণধোলাই দিয়ে শরণখোলা থানা পুলিশের কাছে সোপর্দ করে এবং বিশ্বজিৎ মন্ডলের শাস্তি দাবী করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর মোঃ আব্দুল আজিজকে পাঠিয়ে বিশ্বজিৎ মন্ডলকে গ্রেপ্তার করে শরণখোলা থানায় নিয়ে আসে।